তৎকালীন সালটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে (বর্তমান পৌরসভা কার্যালয়) ১৯৪১ সালের ১লা জানুয়ারি মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। উদ্যোগে ছিলেন মরহুম খায়রুল্লাহ ব্যাপারী, আজহার আলী সরকার, মরহুম আব্দুল গণি, শহীদ আব্দুল ব্যাপারী প্রমুখ। ১৯৪৩ সালে ১ একর ৫৩ শতাংশ জমির উপর বিদ্যালয়টি স্থাপন করা হয়। জমির ৫৪ শতাংশ মুক্তাগাছার জমিদার শশীকান্ত মহারাজ দান করেন। গফরগাঁও বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মরহুম খায়রুল্লাহ ব্যাপারীর বিপুল অর্থায়ন এবং ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টির সম্পূর্ণ পটভূমি রচিত হয়। ১৯৪৫ সাল থেকে প্রতিষ্ঠানটি খায়রুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় নাম ধারণ করে এবং ১৯৫২ সালে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। ৪৪ বছর পর ১লা জুন ১৯৮৫ খ্রিস্টাব্দে বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হয়। বাবু শিরিস চন্দ্র দাস বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে বিদ্যালয়টি ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়ে জাতীয়ভাবে পুরস্কৃত হয়।